ডাউনলোড সমন্বয় হোম লাইব্রেরি আনসাবস্ক্রাইব সাবস্ক্রাইব শেয়ার ইউটিউব অথবা নিউপাইপ হতে থিম সার্ভারের সাথে সংযোগ স্থাপনে সমস্যা হয়েছে। অন্য ইনস্ট্যান্স ব্যবহার করুন। নেটওয়ার্ক ত্রুটি। একটি ত্রুটি দেখা দিয়েছে। আপনাকে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড উল্লেখ করতে হবে। ভিডিও রেজ্যুলেশন গ্রিড কলামগুলো এখানে কিছুই পাওয়া যায়নি। প্লেলিস্ট মুছে ফেলুন আপনি কি প্লেলিস্টটি মুছে ফেলতে চান\? প্লেলিস্ট তৈরি করুন প্লেলিস্ট তৈরি করা হয়েছে। প্লেলিস্টের নাম প্লেলিস্টে যোগ করুন কাজটি সম্পন্ন হয়েছে। কাজটি সম্পন্ন করা যায়নি :( সম্পর্কে ভাষা সিস্টেম সিস্টেম উজ্জ্বল অন্ধকার সাবস্ক্রাইবার সংখ্যা %1$s সেটিংস অবস্থান ইনস্ট্যান্স ওয়েবসাইট মন্তব্যগুলো চ্যানেলগুলো সবগুলো প্লেলিস্টগুলো ঠিক আছে অনুসন্ধান ইতিহাস ইতিহাস মুছে ফেলুন স্পন্সরব্লক এটি https://sponsor.ajay.app এপিআই ব্যবহার করে ভিডিওর অংশগুলো স্পন্সর বিনামূল্যে/ব্যক্তিগত উৎসাহ ইউটিউব মিউজিক গানগুলো ইউটিউব মিউজিক ভিডিওগুলো ইউটিউব মিউজিক অ্যালবামগুলো ভিডিওর মাঝখানে লাইক, সাবস্ক্রাইব অথবা ফলো করার জন্য সংক্ষিপ্ত রিমাইন্ডার। অংশটুকু দীর্ঘ অথবা নির্দিষ্ট কোনো বিষয়ের উপর হলে ব্যক্তিগত উৎসাহ নির্বাচন করা উচিত। বিচ্ছেদ/সূচনা এনিমেশন সঙ্গীত: বাদ্যবিহীন দৃশ্য আসন্ন/পুনরালোচনা হাস্যরস/কৌতুক লাইসেন্স স্বতন্ত্র রং নীল হলুদ সবুজ বেগুনি লাল মিথস্ক্রিয়া রিমাইন্ডার (লাইক ও সাবস্ক্রাইব) ইতিকথা ও কৃতিত্ব ভিডিওর সমাপ্তিতে উল্লেখ করা হয়েছে এমন অংশ। প্রয়োজনীয় তথ্য আছে এমন উপসংহারের জন্য অপ্রযোজ্য। ম্যাটেরিয়াল ইউ আইকন চালু বন্ধ পাইপড ইউটিউব ব্যাকগ্রাউন্ডে প্লে করুন সংস্করণ %1$s এ আপডেট করা যাবে নতুন আপডেট এসেছে। গিটহাব রিলিজ পেইজ খুলতে চাপুন। উপস্থাপনা ডাউনলোডগুলো অ্যাপটি হালনাগাদ করা হয়েছে। প্লেব্যাকের গতি অগ্রবর্তী অ্যাপটি আপনার মনমতো সাজিয়ে তুলুন। লিংক শেয়ার করুন হারানো লিগ্যাসি গ্লিব গ্রেডিয়েন্ট ফ্যাশনেবল আগুন জ্বলন্ত শিখা পাইপড, লগইন এবং অ্যাকাউন্ট যোগ করুন… ইনস্ট্যান্সের নাম ইনস্ট্যান্স এপিআই লিংক ইনস্ট্যান্স যোগ করুন কাস্টম ইনস্ট্যান্সগুলো মুছে ফেলুন কাজ করে এমন একটি লিংক উল্লেখ করুন সংস্করণ %1$s সম্পর্কিত কন্টেন্ট শক্তিশালী পাখি প্রিলোডিং প্লেয়ারের জন্য ভিডিও ফরম্যাট ভিডিও বাফারিংয়ের জন্য সর্বোচ্চ সময় (সেকেন্ডে)। কোনো অডিও নেই কোনো ভিডিও নেই অডিও ভিডিও ডাউনলোড করা হচ্ছে… অটোপ্লে ইনস্ট্যান্স ফ্রন্টইন্ডের লিংক মান ডিফল্টগুলো এবং আচরণ গতিবিধি সন্ধান দ্রুতি অটোপজ ভিডিওগুলো স্ক্রিন বন্ধ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে প্লেয়ার বন্ধ করুন। প্লেলিস্ট ক্লোন করুন ডিফল্ট সেটিংস ফিরিয়ে আনুন ইতিমধ্যে লগ ইন করা হয়েছে। আপনি আপনার অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যেতে পারেন। সকল ডাউনলোড শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সাবস্ক্রিপশনগুলো ইমপোর্ট করুন ইতিহাস প্লেলিস্টটির নাম খালি থাকতে পারে না %1$টি ভিডিও পুনরায় চেষ্টা করুন ইউটিউব মিউজিক প্লেলিস্টগুলো ভিডিও অংশ অতিক্রম করা হয়েছে অর্থ প্রদানের মাধ্যমে করা উৎসাহ, সুপারিশ এবং সরাসরি বিজ্ঞাপন। ব্যক্তিগত উৎসাহ অথবা ঘটনা, নির্মাতা, ওয়েবসাইট অথবা পণ্যের প্রতি আন্তরিক নিবেদনের জন্য প্রযোজ্য। ব্যক্তিগত উৎসাহ ব্যতীত \"স্পন্সর\"এর সাথে সাদৃশ্যপূর্ণ। নিজস্ব পণ্য, অনুদান অথবা সহযোগী নির্মাতা সম্পর্কিত তথ্য উল্লেখ করা হয়। মূল কন্টেন্টের বাইরে বিরতি। এটি যেকোনো স্বল্প বিরতি, স্থির চিত্র অথবা পুনরাবৃত্তিক এনিমেশনের জন্য প্রযোজ্য। এমন এনিমেশনের জন্য ব্যবহার করা অনুচিত যাতে প্রয়োজনীয় তথ্য বিদ্যমান। এমন স্পর্শকাতর দৃশ্য যা হাস্যরস উদ্দীপক কিন্তু ভিডিওর মূল কন্টেন্ট বোঝার জন্য অপ্রয়োজনীয়। নোটিফিকেশনগুলো ডাউনলোডগুলো এবং রিসেট শুধুমাত্র মিউজিক ভিডিওর জন্য প্রযোজ্য। অফিসিয়াল মিক্সগুলোর অংশ এমন দৃশ্যগুলো এখানে অপ্রযোজ্য। স্পটিফাই বা অডিও ভার্সনের প্রতিফলন ঘটায় অথবা ন্যূনতম অপ্রয়োজনীয় অংশ থাকবে। ভিডিওর এই অংশে আসন্ন কন্টেন্ট অথবা একই সিরিজের অন্য ভিডিওতে পূর্বে আলোচনা করা হয়েছে এমন তথ্য এখানে থাকবে‌‌ যদি এখানে এমন তথ্য থাকে যা অন্য ভিডিও বা একই ভিডিওর অন্য কোথাও আলোচনা করা হয়নি, তবে ভিডিওর উক্ত অংশের জন্য ভুল ক্যাটাগরি নির্বাচন করা হয়েছে। প্লেয়ার আপডেট চেক করুন সরাসরি ট্রেন্ডি টর্চ কিম্ভুতকিমাকার আপনার দেখতে থাকা ভিডিওর অনুরুপ ভিডিও প্রদর্শন করুন। ডিফল্ট অ্যাপের নাম ও লিংক উল্লেখ করুন। ভিডিও শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে নতুন ভিডিও চালু করুন। সব সেটিংস রিসেট এবং লগ-আউট করুন\? এটি একটি পাইপড অ্যাকাউন্টের জন্য। প্রথমে ইন্টারনেট চালু করুন। হ্যাঁ অনুসন্ধান সংরক্ষণ ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড নিবন্ধন লগ আউট বাতিল লগ ইন করা হয়েছে। লগ আউট করা হয়েছে। নিবন্ধন করা হয়েছে। আপনি এখন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে পারবেন। নির্বাচন করুন… এলাকা লগ ইন/নিবন্ধন সাবস্ক্রাইব করা হয়েছে এই স্ট্রিম ডাউনলোড করা সম্ভব হচ্ছে না। ডাউনলোড ব্যর্থ হয়েছে। সাবস্ক্রিপশনগুলো লগ ইন কাস্টম অ্যাকাউন্ট মুছে ফেলুন পাইপড অ্যাকাউন্ট মুছে ফেলুন ফিরিয়ে আনুন অ্যাকাউন্ট দয়া করেন ওয়াই-ফাই অথবা মোবাইল ডেটা অন করুন ইন্টারনেটের সাথে যুক্ত হতে। খুলুন… অথেনটিকেশনের জন্য ভিন্ন ইন্সটেন্স ব্যবহার করুন। সবসময় কখনই না দেখার ইতিহাস পজিশন মনে রাখুন স্বয়ংক্রিয়-রোটেশন ল্যান্ডস্কেপ পোর্টেইট অথেনটিকেশনের জন্য ইন্সটেন্স বাছাই করুন গিটহাব অডিও এবং ভিডিও বাছাইকৃত এই পরিবর্তনটি কার্যকর করতে হলে রিস্টার্ট করুন। চ্যাপ্টার অ্যাপের রিস্টার্ট প্রয়োজন অথেন্টিকেশন ইন্সটেন্স ফুলস্ক্রিন অরিয়েন্টেশন ভিডিওর আনুমানিক অনুপাত অটো-ফুলস্ক্রিন পিওর থিম পিওর সাদা/কালো থিম কোনো এক্সটার্নাল প্লেয়ার পাওয়া গেলো না। দয়া করে নিশ্চিত হোন যে একটি অন্তত ইন্সটল করা আছে। ডেটা-সেভার মোড থাম্বনেইল ও অনান্য ছবি লোড করবেন না। সার্চগুলো মনে রাখুন নোটিফিকেশন নতুন ভিডিওর জন্য নোটিফিকেশন আপনার সাবস্ক্রাইব করা ক্রিয়েটরদের থেকে আসা নতুন ভিডিওর নোটিফিকেশন। এখন পর্যন্ত কোনো ইতিহাস নেই। নতুন পুরাতন বেশি দেখা কম দেখা কোনো ফলাফল পাওয়া যায়নি। ত্রুটি কপি করা হয়েছে সাবটাইটেলের ভাষা সব শুধু ওয়াই-ফাইতে অনুবাদ ভাষা এবং এলাকা স্কিপ বাটন আগের অথবা পরের ভিডিওতে যাওয়ার জন্য বাটন দেখান। নেটওয়ার্ক প্রয়োজন বিরতি নেয়ার সময় চলে এসেছে কোনো সাবটাইটেল পাওয়া যায় নি ফিট ফিল নাই পুনরাবৃত্তি মোড বর্তমান ব্যাকগ্রাউন্ড মোড বিবিধ ক্যাপশনগুলো None অডিও কোয়ালিটি সেরা সাবস্ক্রিপশনগুলো এক্সপোর্ট করুন ইতিহাসের সর্বোচ্চ আকার অসীম কিউতে যোগ করুন ব্যাকআপ এবং পুনরুদ্ধার ব্যাকআপ ছবির মধ্যে ছবি লেবেল ভিজিবিলিটি ডিভাইস ঘোরালে ফুলস্ক্রিণ প্লেব্যাক। দেখা ভিডিওগুলোতে ডিভাইসে ট্র্যাক রাখুন দেখা এবং সার্চ হিস্ট্রি প্লেব্যাকের পজিশন মনে রাখুন রিসেট সিস্টেমের ক্যাপশন স্টাইল সাধারণ ক্যাপশনগুলো প্লেয়ারের জন্য অডিও ফর্ম্যাট ব্যাকগ্রাউন্ডে প্লে করা হচ্ছে… নিকৃষ্ট আপনি নিশ্চিত\? আর পূর্বাবস্থায় ফেরত যেতে পারবেন না! ওয়াই-ফাই সব চেক করা হচ্ছে… জুম টাইমকোডের সাথে শেয়ার করুন নতুন ভিডিওর জন্য ইন্ডিকেটর ডাউনলোডস থেকে মুছুন মোবাইল ডেটা লোকাল সাবস্ক্রিপশন রিসাইজ মোড মনে করানোর আগের সময় ম্যানুয়ালি স্কিপ করুন অংশটি স্কিপ করুন ঐতিহ্যবাহী সাবস্ক্রিপশন ভিউ ডিভাইসের তথ্য শর্টস সর্বোচ্চ ছবির ক্যাশ সাইজ ক্লিপবোর্ডে কপি করা হয়েছে খুলুন মান এবং ফর্ম্যাট প্লেলিস্ট পুনঃনামকরণ সরাসরি সেগমেন্ট স্কিপ না করে প্রমট দেখান। মিটারযুক্ত নতুন ভিডিওর সংখ্যাসহ ব্যাজ দেখান। পছন্দসমূহ ফিড ব্যাকগ্রাউন্ডে লোড করুন ফিড ব্যাকগ্রাউন্ডে লোড করুন এবং অটো রিফ্রেশ হওয়া বন্ধ করুন। পরেরটা চালান প্লে-লিস্টে অ্যাড করুন নোটিফিকেশন ওয়ার্কার নতুন স্ট্রিম আসলে নোটিফিকেশন দেখান। নেভিগেশনবার কাস্টম ইন্সটেন্সগুলো পিচ ডাউনলোড সার্ভিস বর্তমান এলাকায় ট্রেডিং অ্যাভেলেবল নেই। সেটিংসে গিয়ে অন্যটি বাছুন। ডাউনলোডের সময় নোটিফিকেশন দেখান। ফাইলের নাম ইনভ্যালিড ফাইলনেম! প্লে-লিস্টের অর্ডার নাম (উল্টো) সময় কোড (সেকেন্ড) কিউ লাইভস্ট্রিমগুলো বিকল্প ভিডিও লেয়াউট ডিফল্ট লাইট আপনি কি নিশ্চিতভাবে %1$s চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করতে চান\? আনসাবস্ক্রাইব নিশ্চিতকরণ সবগুলোতে চালান প্লেলিস্ট ক্লোন করা হয়েছে আনসাবস্ক্রাইব করার আগে একটি ডায়লগ দেখান। সময় শুরুর সময় শেষ সময় নোটিফিকেশনের সময় নোটিফিকেশনের জন্য অনুমোদিত সময়। লেয়াউট বিকল্প প্লেয়ার লেয়াউট অডিও ট্র্যাক HLS ব্যাবহার করুন DASH এর বদলে HLS ব্যাবহার করুন (ধীরগতিসম্পন্ন হতে পারে, সুপারিশকৃত নয়) স্বয়ংক্রিয় রানটাইম লিমিট জনপ্রিয়গুলো বৈশিষ্ট্যযুক্ত এখন যা যা জনপ্রিয় স্থানীয় প্লেলিস্ট ক্রম ই-মেইল ঠিকানা প্রস্তাবিত নয়। রপ্তানি করা। নীচের পরিবর্তে মন্তব্যের উপরে একটি সারি হিসাবে সম্পর্কযুক্ত ভিডিওগুলি দেখান৷ সম্পর্কিত ভিডিও ঢোকান বুকমার্কগুলো বুকমার্ক বুকমার্ক মুছে দিন পপ-আপ রিপ্লাইগুলা ডাউনলোড শেষ হয়েছে সর্বোচ্চ সমান্তরাল ডাউনলোড সাবটাইটেল নেই ডাউনলোড থামানো আছে অজানা বিরতি চালাও অসমর্থিত ফাইল ফর্ম্যাট: %1$s পিঞ্চ জেস্টার ব্যবহার করে জুম করুন। আপনি সকল নতুন ভিডিও দেখে ফেলেছেন অ্যাপ ব্যাক-আপ পিচ কন্ট্রোল ডিফল্টস আপলোডারের দ্বারা মন্তব্য বন্ধ রাখা হয়েছে। মিনিমালিস্টিক মনোক্রোম ক্যাপশনের আকার ডাবল ট্যাপ করে আগান/পিছান উজ্বলতা আওয়াজ অটো এই ভিডিওতে কোনো কমেন্ট নেই। প্লেলিস্টগুলো ইম্পোর্ট করুন একই সঙ্গে সংঘটিত ডাউনলোডের সংখ্যা সর্বোচ্চ হয়েছে। বুকমার্ক সরাও রিওয়াইন্ড সামনে আগাও বুকমার্কে বসাও এগিয়ে যাও কোনকিছুই সিলেক্ট করা হয়নি ! শান্ত অংশ বাদ দেও বন্ধ কর সর্বশেষ ভিডিওগুলো চালাও সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নোত্তর শুধু অডিও মোড লিব্রেটেউবকে অডিও প্লেয়ার বানাও । সাহায্য তুমি সবকিছু সম্পন্ন করেছ অন্যান্য পিপ কন্ট্রোলগুলো বহুমুখী বেগুনি %1$s • %2$dটি ভিডিও %1$s জন‌ সাবস্ক্রাইবার • %2$dটি ভিডিও %1$s বার দেখা হয়েছে %2$s থাম্বনেইলগুলো দেখান নতুন স্ট্রিমগুলোর জন্য থাম্বনেইল প্রদর্শন করুন। এই অপশনটা চালু করা হলে অতিরিক্ত ডাটা খরচ হবে। %1$s • %2$s বার দেখা হয়েছে • %3$s